• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

ট্রাকচাপায় প্রাণ গেল পল্লী চিকিৎসকের

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:১১
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুল মতিন (৪৭) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা।

ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে এবং তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।

স্থানীয়রা ও বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে আব্দুল মতিন একটি অটোরিকশায় সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী বাজার-সংলগ্ন সরকারি বীজ হিমাগারের দিকে যাচ্ছিলেন। এ সময় সেখানে অটোরিকশা থেকে নেমে রাস্তা অতিক্রম করতে গিয়ে একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে এসে তাকে সজোরে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত
কক্সবাজারে ৬ ট্রলার ডুবে নিহত ২, নিখোঁজ বহু জেলে
আন্দোলনে নিহত ৮৭৫ জন, ৭৭ শতাংশই গুলিতে: এইচআরএসএস