• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

এস আলমের গাড়িকাণ্ড: বিএনপি নেতার বিদেশযাত্রায় বাধা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৩
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কোতোয়ালি থানার বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরীর বিদেশযাত্রা আটকে দিয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল তার। এর আগে বুধবার রাতে এ নেতার নগরের জামালখানের বাসার পার্কিং থেকে এস আলমের বিলাসবহুল একটি গাড়ি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, গোয়েন্দা সংস্থার আপত্তি থাকায় তাকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি। তিনি ওমরাহ করতে সৌদি আরব যেতে চেয়েছিলেন। কিন্তু গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আমরা তাকে যেতে দিইনি।

এর আগে বুধবার রাত ১০টার দিকে এ নেতার নগরের জামালখানের বাসার পার্কিং থেকে এস আলমের বিলাসবহুল একটি গাড়ি জব্দ করা হয়। জামালখানের ‘সানমার বিল্ডিং’ থেকে গাড়িটি জব্দ করা হয়। গাড়িটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধিত বলে জানা গেছে বিআরটিএ সূত্রে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম পূজা পরিষদের সভাপতি-সম্পাদককে অব্যাহতি
পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই শিল্পীরা মণ্ডপে যান: পুলিশ
মিরসরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
মাদরাসাছাত্রকে অপহরণের অভিযোগ, তিন লাখ টাকা মুক্তিপণ দাবি