• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

বাগেরহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৩
ছবি : আরটিভি

বাগেরহাট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাত পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা।

জিওসি বলেন, এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর একটিও নেই। যেখানে মাদরাসার শিক্ষার্থীরা রাত জেগে হিন্দু ধর্মের মন্দির পাহারা দেয়। পুলিশ-র‌্যাব যৌথভাবে পেট্রোল কার্যক্রম করবে। একটি সুন্দর দেশ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। এখনই উপযুক্ত সময়, এখন প্রশাসনকে সহায়তা করলে পরবর্তীতে আমরা ভালো থাকবো।

ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য লেখাপড়ায় মনোযোগ দিতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, বাগেরহাটে আন্দোলনে একটি পুলিশকেও ফায়ার করতে হয়নি। আমরা অনেক ভালো ছিলাম। এখনও ভালো আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কারও মধ্যে যেন কোনো দূরত্ব না থাকে। যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করতে পারে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সেনাবাহিনী, জেলা প্রশাসন, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত বেড়ে ৫
বাগেরহাটে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নিহত ৪
গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা 
খাটের নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎমা আটক