• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫০
কাশিয়ানী থানা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদরাসার কাছে এ ঘটনা ঘটে।

কানাই কাশিয়ানী উপজেলার তারইল গ্রামের পুর্ণেন্দু বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর জেলার সদরপুরের একটি বিদ্যালয়ের শিক্ষক।

কাশিয়ানী থানার এসআই তুষার মির্জা বলেন, বৃহস্পতিবার সকালে তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর মহাসড়ক থেকে লিংক রোডে ঢোকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে কানাই বিশ্বাস রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলার ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রিন কার্ড পেয়েছেন স্বামী, ইতালি যাওয়া হলো না তানিয়ার
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ৬
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
গৃহবধূর মরদেহ পৌঁছে দিতে এসে স্বামী-শাশুড়ি আটক