• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা একটি কনটেইনার তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চালানটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এ কে এম খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি মদের চালান জব্দ করেছে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনার থেকে এ মদের চালান আটক করা হয়।

তিনি আরও বলেন, দুপুরে কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিপইয়ার্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু
কলমাকান্দায় যৌথ অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
একযোগে চট্টগ্রাম নগরীর ১৩ থানার ওসিকে বদলি
নবজাতকের মরদেহ মিলল ময়লার ভাগাড়ে