• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

বিদেশি পিস্তলসহ সাবেক পৌর মেয়রের সহযোগী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫
ছবি : আরটিভি

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ মো. লিটন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে বাগমারা উপজেলার ভবানিগঞ্জ পৌর এলাকার গাঙ্গোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, একাধিক মামলার আসামি ভবানিগঞ্জের সাবেক মেয়র আব্দুল মালেককে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় নাশকতা ও প্রভাব বিস্তার করতে মেয়রের ডান হাত হিসেবে পরিচিতি এই লিটন। মঙ্গলবার রাতে ওই গ্রামে প্রকাশ্যে অস্ত্রসহ অবস্থান নেয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় লিটনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার সঙ্গে আর কে কে জড়িত তা জানতে লিটনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এসপি আরও জানান, অস্ত্র উদ্ধারে রাজশাহী জেলায় যৌথ অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশের সাড়ে ছয়শো রাউন্ড গুলি লুট হয়েছে, সারা দেশের বিভিন্ন থানা থেকেও অস্ত্র লুট হয়েছে।

এছাড়া সরকারি নির্দেশনা মতো জেলার লাইসেন্সধারী ১৫৮টি আগ্নেয়াস্ত্রও জমা পড়েনি। সেই সব অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিনের ব্যবধানে পিস হিসেবে ইলিশ বিক্রি বন্ধ!  
পূজায় অপ্রীতিকর ঘটনায় ১৭ জন গ্রেপ্তার: আইজিপি
সাভারে ছাত্র হত্যা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফ্ল্যাটের ভাগাভাগি নিয়ে তামিমকে হত্যা, গ্রেপ্তার ৫