• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

চট্টগ্রামে পার্কিং থেকে এস আলমের গাড়ি জব্দ

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫৯
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি বহুতল ভবনের নিচে পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চট্ট–মেট্রো ঘ-১১-৫৩৪৪ নম্বরের গাড়িটি জব্দ করা হয়।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনে গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধন করা। এ ছাড়া ঠিকানা হিসেবে নগরের আসাদগঞ্জ এস আলম ভবনের ঠিকানা দেওয়া আছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটি থানায় আনা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই ভবনের একটি ফ্ল্যাটে বিএনপি নেতা মনজুরুল আলম চৌধুরী থাকেন। তবে তিনি জানিয়েছেন, গাড়িটি তার নয় এবং তিনি এ বিষয়ে কিছু জানেন না।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিপইয়ার্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু
একযোগে চট্টগ্রাম নগরীর ১৩ থানার ওসিকে বদলি
নবজাতকের মরদেহ মিলল ময়লার ভাগাড়ে
চট্টগ্রামে যুবলীগ নেতা আশ্রাফ গ্রেপ্তার