• ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
logo

ইতালি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৬
নড়িয়া থানা
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়াতে ঝুনু বেগম (৫০) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসার এলাকায় এ ঘটনা ঘটে।

ঝুনু বেগম ওই এলাকার ইতালি প্রবাসী সিরাজ খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী সিরাজ খানের সঙ্গে তার স্ত্রীর ঝুনু বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। সম্প্রতি এই কলহ চরম মাত্রায় পৌঁছালে ঝুনু বেগম মানসিকভাবে ভেঙে পড়েন। পরে পরিবারের সদস্যদের অগোচরে রুমের দরজা আটকে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

ঘটনা আচ করতে পেরে পরিবারের লোকজন জানালার গ্রিল কেটে রুমে প্রবেশ করে ঝুনু বেগমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার
ভাড়াবাড়ি থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 
নিখোঁজের ২০ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ