অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠির রাজাপুরে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলুহার এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মো. জাহাঙ্গীর হাওলাদার গালুয়া দুর্গাপুর এলাকার মৃত জিন্নাত আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার প্রাক্তন শিক্ষক মো. ফজলুল হক হাওলাদারের বাড়ির পুকুরে বস্তাবন্দি অবস্থায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। গত ১ সেপ্টেম্বর দুপুর থেকে অটোগাড়িসহ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পুকুর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন