• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৮
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত মোটরসেইকেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক নিহতের স্বামী মো. আল আমিন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর র‌শিদ জানান, কুষ্টিয়া থে‌কে মোটরসাইকেলে করে আল আমিন ও তার স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় স্পিড ব্রেকারে মোটরসাইকেল‌টি ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থে‌কে ছিটকে পড়েন আল আমিন ও সোনালী আক্তার। প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনা‌লী‌কে মৃত ঘোষণা করেন।

আহত আল আমিন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
রাজবাড়ীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে ডুবছে রাজবাড়ী শহর