নোয়াখালীতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী
স্মরণকালের ভায়বহ বন্যায় আক্রান্ত নোয়াখালীর ৮টি উপজেলার প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলার বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ইয়ারপুরে ডিভিশনের মেজর নাফিজ ইমতিয়াজ ও মেডিকেল অফিসার মেজর আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে প্রায় ৬০০ বানভাসি পরিবারের মাঝে এ সেবা প্রদান করা হয়।
এ সময় মেজর নাফিজ ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, বন্যার প্রথম দিন থেকে দুর্যোগপূর্ণ এলাকাগুলোর মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোর উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এসব অঞ্চলে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। আশা করছি, সাধারণ জনগণের এই দুর্ভোগের দিনগুলো অতি শিগগিরই কেটে যাবে।
মন্তব্য করুন