• ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
logo

পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৯
পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের খানপুরের বউবাজার থেকে সিফাত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে পুকুরে ওই শিক্ষার্থীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, নিহত সিফাত শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সংলগ্ন এলাকার দন্তচিকিৎসক সোহেল মল্লিকের ছেলে। সিফাত এ বছর নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি গত ১ সেপ্টেম্বর থেকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি কারখানায় নাইট শিফটে কাজে যোগ দিয়েছিলেন।

এ বিষয়ে সিফাতের বাবা সোহেল মল্লিক বলেন, গত সোমবার রাতে কারখানায় নাইট শিফটে কাজ করার জন্য বাসা থেকে বের হয় সিফাত। মঙ্গলবার সারাদিনেও সিফাত বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হয়। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে আমরা সিফাতের নিথর দেহ শনাক্ত করি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুস সাত্তার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিলে ভাসছিল যুবকের মরদেহ
নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন ১২ ঘণ্টায়ও নেভেনি
শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা মামলা
নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার