• ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
logo

বন্যার্তদের সহায়তায় গিয়ে সড়ক দুর্ঘটনা, চবি শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম (আরটিভি নিউজ)

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪
বন্যার্তদের সহায়তায় গিয়ে সড়ক দুর্ঘটনা, চবি শিক্ষার্থীর মৃত্যু
ছবি : সংগৃহীত

বন্যার্তদের সহায়তা করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফাহিম আহমদ পলাশ মৃত্যুবরণ করেছেন। ফাহিম চবির পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার।

সহপাঠী আশিক সরকার বলেন, গত ২৭ আগস্ট ভোরে চবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফাহিম আহমদ পলাশ। এ ঘটনায় তিনিসহ ১২ জন আহত হন।

তিনি আরও বলেন, পলাশ গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আজ ভোর ৬টা ২০ মিনিটে মারা যান পলাশ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
বিয়ের পরদিন সড়কে ঝরল যুবকের প্রাণ
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫