• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

মাগুরায় ওসির প্রত্যাহার চেয়ে ছাত্রদের আল্টিমেটাম

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯
মাগুরায় ওসির প্রত্যাহার চেয়ে ছাত্রদের আল্টিমেটাম
ছবি : সংগৃহীত

মাগুরায় সদর থানার ওসি মেহেদী রাসেলকে প্রত্যাহারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার প্যাডে ২ দফা দাবি উল্লেখ করে তারা মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে তারা মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটক ছাত্রদের পুলিশ হেফাজতে নির্যাতনের নির্দেশদাতা হিসেবে তাকে প্রত্যাহার, ৪ ও ৫ আগস্ট মাগুরায় আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা করাসহ আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম বলেন, ত্রাণকার্যক্রম পরিচালনার জন্য আমরা অনেকেই মাগুরার বাইরে অবস্থান করছি। এ অবস্থায় ছাত্রদের মধ্য থেকে দুইদফা দাবি পেশ করা হয়েছে সেটিও আমাদের দাবি।

মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে দুই দফা উল্লেখ করে ছাত্ররা স্মারকলিপি দিয়েছেন। কেবলমাত্র যোগদান করেছি। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়