• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার করল র‍্যাব

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৭
ছবি : আরটিভি

গত ৫ আগস্ট সরকার পতনের পর নোয়াখালীতে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ বোর রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

এর আগে, সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

এতে আরও বলা হয়, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা নোয়াখালী জেলার বিভিন্ন থানায় লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটের একপর্যায়ে থানা থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পত্তি লুট করা হয়। পরে র‍্যাবের একটি গোয়েন্দা দল অস্ত্র ও মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ বোর রাইফেল উদ্ধার করে র‌্যাব। উদ্ধার করা অস্ত্রটি বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ফের বন্যা পরিস্থিতির অবনতি
কার্টনে মিলল ২ নবজাতকের মরদেহ
বঙ্গোপসাগরে মাছ ধরার ৭ ট্রলার ডুবি, নিখোঁজ অনেকে
শিক্ষার্থী ভর্তির মাধ্যমে নোবিপ্রবির ফার্মেসি বিভাগে পিএইচডি চালু