রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজবাড়ীতে প্রাইভেটকারের পেছনে বিদ্যুতের খুঁটিবোঝাই লরির ধাক্কায় একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মকুল হালদার (৫০)। তিনি জেলার পাংশা পৌর শহরের মৃত অশ্বীনি হালদারের ছেলে।
স্থানীয়দের বরাতে রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল জানান, ভাড়ার প্রাইভেটকারে মকুল হালদার সকালে পাংশা থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে পেছনে থাকা বিদ্যুতের খুঁটিবোঝাই একটি লরি ওই প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে মকুল হালদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই লরির চালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন