• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

বাবার সঙ্গে অভিমান করে ছেলের ‘আত্মহত্যা’

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫
বাবার সঙ্গে অভিমান করে ছেলের ‘আত্মহত্যা’
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে মো. জোবায়ের উদ্দিন আরমান (৩২) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ ইউপি সদস্য জসিম উদ্দিনের বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আরমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনের ছেলে এবং ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। ইউপি সদস্য জসিম উদ্দিনের সঙ্গে ছেলের ঝগড়া হয়।

এর জের ধরে বাবার সঙ্গে অভিমান করে আরমান তার বসতঘরে গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করে।

এ প্রসঙ্গে কথা বললে ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলাম। ছেলে কী কারণে আত্মহত্যা করেছে আমি জানিনা।

প্রসঙ্গত, গত ২০২২ সালের ১৬ মার্চ বিষপানে আত্মহত্যা করেছিল ইউপি সদস্য জসিম উদ্দিনের মেয়ে আইরিন সুলতানা নিপা (২০)। সে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছিল।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিপইয়ার্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু
একযোগে চট্টগ্রাম নগরীর ১৩ থানার ওসিকে বদলি
নবজাতকের মরদেহ মিলল ময়লার ভাগাড়ে
চট্টগ্রামে যুবলীগ নেতা আশ্রাফ গ্রেপ্তার