• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

লক্ষ্মীপুরে যুবদল নেতা বহিষ্কার

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১
লক্ষ্মীপুরে যুবদল নেতা বহিষ্কার
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে দলীয় নির্দেশনা অমান্য করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. সোলায়মান নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে জেলা যুবদলের সদস্য শামছুল আহসান মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত সোলায়মান লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন।

জানা যায়, আগস্টের মাঝামাঝি সময়ে চরশাহী ইউনিয়নের নতুনহাট বাজারে এক ব্যবসায়ীর দোকানে তালা দেন সোলায়মান। এ সময় ব্যবসায়ীকে মারধর করা হয়। পরে টাকাসহ গরুর ভুসি ও মশার কয়েলও নিয়ে যান। ওই ব্যবসায়ী ছিলেন নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজমল হোসেন শিবলুর বাবা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সোলায়মানকে সদস্য পদসহ দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, ‘দলীয় নির্দেশনা অমান্য করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে সোলায়মানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ
লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ
চাঁদা দাবি, কৃষকদল নেতা বহিষ্কার
লক্ষ্মীপুরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন