• ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
logo

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ২জনের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩
প্রতীকী ছবি

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নদীর চরখানপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা।

উদ্ধারকৃতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮)। তারা দুজনাই একই এলাকার বাসিন্দা।

নিখোঁজ সবুজের বোনের স্বামী মেজারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনার পর থেকে নদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছি। সকালে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে চলে গেছে। তারা পায়নি।

তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে রাজু ও মোহাম্মদ আলীর মরদেহ ভেসে ওঠে। পরে আমরা তাদের মরদেহ বাড়িতে পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের অপারেটর আবদুর রাকিব বলেন, দুই জনের মরদেহ উদ্ধারের কথা শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার
ভাড়াবাড়ি থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 
নরসিংদীতে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার