• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

তিস্তা নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯
শিশু
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় বাবার সঙ্গে ঘাস কাটতে গিয়ে তিস্তা নদীতে ডুবে আলিফ ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিন্দুর্না চরে এ ঘটনা ঘটে।

আলিফ ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আলিফ ও তার বাবা-মা নৌকায় করে তিস্তা নদীর চরে ঘাস কাটতে যান। এক সময় আলিফ তিস্তা নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যান। পরে তার মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইন ভেঙে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
লালমনিরহাটের সাবেক এমপিসহ ১২৮ জনের নামে আশুলিয়ায় মামলা
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কমিটি গঠন
শেখ হাসিনা অচল হয়ে গেছেন, তার আর মূল্য নেই: দুলু