• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালকের মৃত্যু 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যু 
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিবু চন্দ্র দে (৫৭) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে দালাল বাজারের মাইলের মাথা এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার।

নিহত শিবু লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার শাঁখারীপাড়ার পুলিন বিহারী দে এর ছেলে। তিনি কহিনুর কেমিক্যাল কোম্পানির গাড়িচালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত শিবু পিকআপভ্যানের চালক ছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় শিবু গাড়ি নিয়ে লক্ষ্মীপুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একইসঙ্গে দ্রুতগতির একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়। এতে শিবুসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।

শিবুকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, দালাল বাজারের মাইলের মাথা এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিবু চন্দ্র দে নামে একজন মারা গেছেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি 
‘ভারত বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়’
দাফনের ২৯ দিন পর সাব্বিরের মরদেহ উত্তোলন