• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯
অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়ন খালেকের দোকান এলাকায় স্থানীয় জনগণ গাছের সঙ্গে ফাঁস লাগানো একটি মরদেহ দেখতে পান। পরে তারা লোহাগাড়া পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, একটি বাদাম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান তারা। বয়স আনুমানিক ৩৫ বছরের মতো হবে। গায়ে কোনো কাপড় ছিল না, শুধুমাত্র একটা লুঙ্গি পড়া ছিল।

এলাকাবাসী বলেন, কখনো তাকে এর আগে এই এলাকায় দেখিনি।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিপইয়ার্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু
একযোগে চট্টগ্রাম নগরীর ১৩ থানার ওসিকে বদলি
নবজাতকের মরদেহ মিলল ময়লার ভাগাড়ে
চট্টগ্রামে যুবলীগ নেতা আশ্রাফ গ্রেপ্তার