গাংনীতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট রেখে হুমকি
মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামের জয়নাল আবেদীনের বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু এবং প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে গাংনী থানা পুলিশ তা উদ্ধার করে থানায় নেয়।
জানা গেছে, দুপুরে জয়নাল আবেদীনের দোকানের কর্মচারীরা বাড়ির সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু ও হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। চিরকুটে এক মাসের মধ্যে জয়নালের জীবন শেষ হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার রাতে জয়নালের প্রতিবেশী বিশ্বাস বাড়ির জহিরুল ইসলাম মিঠুর বাড়ির গেটের সামনে থেকে কাফনের কাপড়ের একটি টুকরো ও লাল স্কেচ টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছিল পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, জয়নাল বস্তা ভাণ্ডার নামে তার ব্যবসা প্রতিষ্ঠান। চৌগাছা গ্রামের মেইন রাস্তার পাশে দোতলা ভবনের উপরে তিনি সপরিবারে বাস করেন। নিচের তলা বস্তার গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। এ বাসার গেটের সামনে বোমা সদৃশ বস্তু এবং চিরকুট দেখতে পান তার দোকানের কর্মচারীরা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, এগুলো উদ্ধার করা হয়েছে। ভয় ভীতি দেখিয়ে কেউ স্বার্থ হাসিল করতে চাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
মন্তব্য করুন