• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল পাওয়া গেছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি শিমখেতে মর্টার শেলটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে লড়াই ঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিমখেতে গিয়ে মর্টার শেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে এবং মর্টার শেলটি উদ্ধার করে।

এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, মর্টার শেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা আজ বৈঠক করতে অস্বীকার করেছে। তবে রোববার পতাকা বৈঠক হবে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেল নিষ্কিয় করবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ
ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার
গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ২
থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক