• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

গণশত্রুতে পরিণত হয়ে আওয়ামী লীগ পালিয়েছে: এ্যানি

আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ২২:৪০
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণশত্রুতে পরিণত হয়ে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে গেছে।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, একটি সরকার কতটুকু গণশত্রুতে পরিণত হতে পারে, তাদের পলায়নে তা আমাদের বুঝতে বাকি নেই। তারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার-নির্যাতন করেছে। তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনো আইনকে হাতে তুলে নেবো না। সরাসরি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করবো না। সব বিচারের দায়িত্ব বিচার বিভাগ গ্রহণ করবে আইনের মাধ্যমে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট হারুনুর রশিদ, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ থেকে উধাও প্রায় কোটি টাকা
আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির: ফখরুল
আন্দোলনে আলোচিত সেই ‘স্লোগান’ নিয়ে ফেসবুকে নাহিদের ব্যাখ্যা
আন্দোলনে গিয়ে অন্ধত্বের পথে শ্রাবণ