• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

মাছ বেচাকেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ২২:৩৮
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মাছ বেচাকেনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শিশু-কিশোরসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরসভাস্থ কান্দিপাড়ার এলাকার মাইমল মহল্লায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের কান্দিপাড়া এলাকার মাইমল মহল্লার কয়েকজন বাসিন্দা শহরের আনন্দবাজারে মাছের ব্যবসা করেন। শনিবার সকালে বাজারে মাছ বেচাকেনা নিয়ে কান্দিপাড়ার মাইমল মহল্লার ভাইট্টাইল্লা গোষ্ঠীর বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার মীর কাসেমের ছেলে সাগর মিয়ার কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির জেরে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহত ১৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শিপন (২২), জুয়েল মিয়া (৩২), মেঘা মিয়া (১৫), নীরব মিয়া (১২), রাজ কুমার (২৫), আকলিমা বেগম (২৫), শামীম মিয়া (৩০), আবদুল হান্নান (৬৭), বিশাল (২৩), সাইমন (২৪), খোদেজা বেগম (৮০) ও নিরব(১৩)। এদের মধ্যে শিপনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, মাছ বেচাকেনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এই ঘটনায় উভয়পক্ষের কেউই থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের গেটে টাকা কম দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত ৩০
চাঁদপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, আরোহীর মৃত্যু
আওয়ামী লীগ নেত্রী নিলুফার কাছে মিলল ৭৮ এনআইডি!
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষ, নিহত ১