সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের পাকা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাউসার আলম (৪৪) ও তার মেয়ে তাসনীম (৫)। নিহত কাউসার উপজেলার উত্তর সলিমপুর গ্রামের মৃত মফিজুল আলমের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে ৫ বছরের শিশু কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিলেন কাউসার আলম। পথে পাকা রাস্তার মাথা নামক স্থানে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা শিশুকন্যাটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক দীপক কুমার শীল গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। মোটরসাইকেলটিকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার শিশুকন্যাটিও মারা যায়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে।
মন্তব্য করুন