• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১৮:১৪
ঠাকুরগাঁওয়ে দুপক্ষের মারামারিতে ১ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারির সময় সলিরাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান।

তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে সকালে দানাজারপুর গ্রামের সলিরামের পরিবারের সঙ্গে একই এলাকার সুশীলের পরিবারের মারামারি হয়। মারামারির একপর্যায়ে সলিরাম অসুস্থ হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। মারামারিতে আহত হয় কান্ত নামে আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত
পারিবারিক বিরোধের জেরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৯