অসহায় মানুষের পক্ষে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জামায়াতের
এ দেশের অসহায় মানুষের পক্ষে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন হাতিয়া উপজেলা জামায়াত ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলাম।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
উপজেলা জামায়াত আমির বলেন, স্বাধীন গণমাধ্যমের বিষয়ে সহযোগিতা করবে জামায়াতে ইসলামী। বিগত দিন যেসব বিষয়ে লেখা যায়নি, এখন তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।
মতবিনিময় সভায় মাস্টার বোরহানুল ইসলাম আরও বলেন, হাতিয়ায় অগণিত সম্পদ রয়েছে, যা কিছু সংখ্যক লোক দখল করে রেখেছে। আমাদের পাশে নিঝুম দ্বীপ আমরা এই সম্পদকে কাজে লাগাতে পারিনি। আমাদেরকে এখন দেশ গঠনে কাজ করতে হবে। আর এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম। আমরা চাইবো গণমাধ্যম এ দেশের মানুষের কল্যাণে তাদের সঠিক দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
উপজেলা জামায়াতের কার্যালয় দারুল আইতাম এতিমখানায় আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন মেশকাত, প্রচার সম্পাদক ওসমান গণি রুবেল। এ ছাড়াও হাতিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন