• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে তদার‌কি অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১৬:৩৪
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে তদার‌কি অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জ‌রিমানা
ছবি : আরটিভি

কুমিল্লায় নিত‌্যপণ্যের বাজারে তদার‌কি অ‌ভিযান পরিচা‌লনা করে ৬ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের কু‌মিল্লা জেলা কার্যালয়।

শনিবার (৩১ আগস্ট) সকালে থেকে নগরীর রাজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চিড়া, মু‌ড়ি, গুড়, চাল, ডাল, আটা, মাছ, মাংস, ডিম, বি‌ভিন্ন মসলাসহ নিত‌্যপণ্যের ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ‌্য যাচাই করা হয়।

বন‌্যার সুযোগ নিয়ে অন‌্যায‌্যভা‌বে দাম বাড়ানো হচ্ছে কিনা যাচাই করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিল‌ক্ষিত হওয়ায় মেসার্স সাইফুল ব্রুয়লার হাউজ‌কে ৩ হাজার টাকা, জিলানী স্টোরকে ২ হাজার টাকা, হক এন্ড সন্সকে ৫ হাজার টাকা, আল আমিন টি স্টোর‌কে ৫ হাজার টাকা, পাল স্টোরকে ২ হাজার টাকা এবং মহিউদ্দিন ভ‌্যারাইটিজ স্টোর‌কে ৫ হাজার টাকাসহ মোট ৬ প্রতিষ্ঠান‌কে ২২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি অভিযারে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্সপেক্টর ইসরাইল হো‌সেন এবং বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের এক‌টি প্রতি‌নি‌ধি দল উপ‌স্থিত ছিলেন।

জনস্বার্থে এ কার্যক্রম অব‌্যাহত থাকবে বলেও জানান সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত
এক মাস ৯ দিন পর মাথায় গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু
ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ
কুমিল্লায় আন্দোলনে গুলি করা আ.লীগ নেতা অস্ত্রসহ আটক