• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

দেওয়ানগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১৬:২০
দেওয়ানগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ পৌর এলাকার চরভবসুর নয়াপাড়া গ্রামে একটি পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সেলিম মিয়া নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন সেলিম মিয়া। সকালে বাড়িতে সেলিম মিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার পরিবার।

পরে সকাল ৯টার দিকে তার বাড়ির পুকুরে সেলিম মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি কিভাবে মারা গেছেন ময়নাতদন্তের পর বলা যাবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবুজবাগে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার  
কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার