• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

বিএসএফের গুলিতে একজনের মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ১৬:০৮
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর রাতে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। তবে বিজিবি বলছেন, বিষয়টি তারা শুনেছেন। সত্যতা যাচাই চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলার সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ এর ৭ এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ। এতে এক জনের মৃত্যু হয়। বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে। মারা যাওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বিজিবির ফকিরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া জানান, তারা শুনেছেন। কিন্তু নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি। তবে গুলিতে একজন মারা যাওয়ার কথা তিনিও শুনেছেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আটক ৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি
সীমান্তের জেলাগুলোতে পূজার নিরাপত্তায় বিজিবির ‘হেল্পলাইন’ চালু
ভারতে পালানোর সময় ৫ বাংলাদেশি আটক
বাংলাদেশি যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ