• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

শহীদ আবু সাঈদের নামে সিংগেরডাবরি হাট রেল গেইটের নামকরণ

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২৪, ০২:১২
শহীদ আবু সাঈদের নামে সিংগেরডাবরি হাট রেল গেইটের নামকরণ
ছবি : আরটিভি

কুড়িগ্রামের রাজারহাটে সিঙ্গেরডাবড়ী হাট রেলগেটের নাম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবড়ীহাট রেল গেটের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ রেলগেট চত্ত্বর ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সাঈদের নামে নামকরণ করা হয়। এসময় সিঙ্গেরডাবড়ীহাট স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে কয়েক শতাধিক ছাত্রছাত্রী জড়ো হয়ে শহীদ আবু সাঈদ এর নামে একটি বিলবোর্ড তৈরি করে শহীদ আবু সাঈদের স্মৃতি স্মরণ করার লক্ষ্যে সিঙ্গেরডাবড়ী হাট রেলগেটে স্থাপন করে শহীদ আবু সাঈদ রেলগেট চত্ত্বর ঘোষণা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সিঙ্গারডাবড়িহাট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বকসী,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ ও সাবেক যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ
আন্দোলনে শহীদদের নামে স্টেডিয়ামের নামকরণ হবে: আসিফ মাহমুদ
শহীদ আবু সাঈদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান