• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২৪, ২২:১৭
ছবি : সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ফের খুলে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দিয়ে চার ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে।

রোববার (২৫ আগস্ট) রাতে এমন তথ্য নিশ্চিত করেছে বিদ্যুৎকেন্দ্রটির কর্তৃপক্ষ। এর আগে আজ সকাল ৮টা ১০ মিনিট থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দিয়ে ছয় ইঞ্চি করে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। দুপুর ২টা পর্যন্ত একটানা পানি ছাড়া হয়।

আজ বিকেল ৫টার দিকে কাপ্তাই লেকে পানির লেভেল বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তবে এই পানি ছাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান পিডিবি কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন
রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু 
সাজেক ভ্রমণে আরও ৩ দিন নিরুৎসাহিত করছে প্রশাসন