• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

কুমিল্লার বুড়িচং উপজেলার ১০৫ গ্রাম প্লাবিত

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২৪, ১৩:৩৪
কুমিল্লার বুড়িচং উপজেলার ১০৫ গ্রাম প্লাবিত
ছবি : আরটিভি

অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে বাঁধ ভেঙে যায় গোমতী নদীর। গেল বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় বাঁধ ভাঙার ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত বুড়িচং উপজেলার ১০৫টি গ্রাম প্লাবিত হয়।

রোববার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

তিনি বলেন, গোমতীর বাঁধভাঙার ঘটনায় ৯টি ইউনিয়নের ১ লাখ ৭৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

এদিকে আকস্মিক বন্যায় আক্রান্ত এলাকার অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি। তাদের অনেকে অবস্থান নিয়েছেন বাড়ির ছাদে। অনেকে গলা সমান পানি ডিঙিয়ে বাড়িতেই রয়ে গেছেন।

এ বিষয়ে কথা হয় কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে। তারা বলেন, অসংখ্য মানুষ বাড়ির মায়ায় পড়ে থাকলেও এখন অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে চাচ্ছেন। সেখানে নৌকা ও খাবার পানির সংকট দেখা দিয়েছে। দ্রুত বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক
কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
হত্যার পর বাংলাদেশি যুবকের সঙ্গে যা করেছিল বিএসএফ
বাংলাদেশি যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ