• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ১৭:১১
যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত
ছবি : সংগৃহীত

যশোরে সড়ক দুর্ঘটনায় কাজী শাহারিয়াল হোসেন স্বাধীন (২৮) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ভেকুটিয়ার কাজী শাহাদৎ হোসেনের ছেলে।

শুক্রবার (২৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন জাগরণী চক্র ফাউন্ডেশনে ঝিনাইদহে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মোবারকগঞ্জ চিনিকলের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
অস্ত্র মামলায় জেল খেটে বের হওয়ার পর যু্বককে পিটিয়ে হত্যা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
সেপ্টেম্বরে সড়কে প্রাণ গেল ৪২৬ জনের