• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ১৮:১৬
ছবি: সংগৃহীত

জামালপুর সদরের লাহিড়ীকান্দা এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ২ জন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহতের নাম আবু সাঈদ। তিনি পিকআপভ্যানচালক ও ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- তানভীর ও জাহিদ।

স্থানীয়দের বরাত দেয়ে পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পিকআপভ্যানের সঙ্গে ঢাকাগামী রাজিব বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানচালক আবু সাঈদের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। এ সময় চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ।

নরুন্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মাসুদুজ্জামান গণমাধ্যমকে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত