• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ২০:১৭
ছবি : আরটিভি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় বুড়িমারী স্হলবন্দর সভাকক্ষে কমিটি গঠন করা হয়। দেশের চলমান পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য গতিশীল ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।

সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ফারুক হোসেন সিন্টু (প্রো. মেসার্স বেনকো) কে সভাপতি ও এ এস এম নিয়াজ নাহিদ কে সাধারণ সম্পাদক (এম আর ইন্টারন্যাশনাল লিমিটেড) নির্বাচিত করা হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বার অফ কমার্সের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির সওদাগর।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সদস্য ও বুড়িমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, এস আর ট্রেডিং এর প্রোপাইটার আমির হামজা, রিয়াদ এন্টারপ্রাইজের রেজওয়ান হোসেন, আহার ইন্টারন্যাশনালের প্রোপাইটার সফিয়ার রহমান প্রমুখ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুদাম থেকে ২৫০ টন চাল গায়েব, অভিযুক্ত খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার
বন্ধুদের সঙ্গে মিলে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৬
পাটগ্রামে পাথর ভাঙা শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন
লালমনিরহাটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩