• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১২:৪৮
কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুরে পানিতে ডুবে দুটি শিশু মারা গেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ওসি মো. সেলিমুর রহমান।

নিহতরা হলো উপজেলার কোদালকাটি ইউনিয়নের দুলাল মোড় এলাকার আবদুল আলীম ছেলে দেলোয়ার হোসেন (২) ও নুরুন্নবীর ছেলে কামরুল হাসান (২)। তারা আপন চাচাতো ভাই বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৬টায় বাড়ির পাশে রাস্তায় খেলতে খেলতে পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে ভাসতে দেখে তাদের। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজিবপুর থানার ওসি মো. সেলিমুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
সাতকানিয়ায় পুকুরে ডুবে আনসার সদস্যের মৃত্যু
ঝিনাইদহে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু