• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

শেরপুর কারাগার থেকে লুট হওয়া ৩ রাইফেল উদ্ধার

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১৬:২৪
ছবি : সংগৃহীত

শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া কারারক্ষীদের ব্যবহৃত তিনটি চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে।

সোমবার দুইটি ও শনিবার রাতে সদর উপজেলা পরিষদের গেইটের পাশের ময়লার স্তূপ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, শেরপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে অস্ত্র জমা দেওয়ার অনুরোধ করার পর শেরপুর শহরের খোয়ারপাড় এলাকার এক যুবক দুটি রাইফেল ও একটি ছুরি রাস্তায় পায়। পরে স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে গতকাল রাতে শেরপুর সেনা ক্যাম্পে এসে অস্ত্রগুলো জমা প্রদান করে।

অপরিদকে জেলা আনসার ভিডিপির সদস্যরা ১০ আগস্ট শেরপুর সদর উপজেলা পরিষদ গেইটের পাশে ময়লা আবর্জনা স্তুপ থেকে বস্তায় মোড়ানো অবস্থায় একটি অস্ত্র পড়ে রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি চাইনিজ রাইফেল উদ্ধার করে। পরে ১১ আগস্ট রোববার দুপুরে উদ্ধারকৃত রাইফেলটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার করল র‍্যাব
শেরপুর কারাগারে অগ্নিসংযোগ, পালিয়ে গেছে ৫২৭ বন্দি 
চট্টগ্রামে বিল থেকে ২ কাটা রাইফেল উদ্ধার