• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

সন্তানকে হত্যার পর ফাঁস নিলেন বাবা

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২৪, ১৩:০৮
সন্তানকে হত্যার পর ফাঁস নিলেন বাবা
ছবি : সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জের ধরে আয়মান হোসেন নামে ১১ মাস বয়সী নিজের শিশু পুত্রকে হত্যা করে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বাবা ইমামুল হোসেন (২৮)। রোববার রাতে নিজ বাড়িতে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইমামুল।

সোমবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূইয়া।

তিনি জেলার ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, ইমামুল দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। তার স্ত্রী মমতাজ বেগমকে (২৩) বাবার বাড়িতে যেতে দিতেন না। বিষয়টি নিয়ে স্ত্রী মমতাজ ও ইমামুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী মমতাজ জোর করেই ১১ মাসের শিশু সন্তান আয়মানকে তার বাবা ইমামুলের কাছে রেখে বাবার বাড়ি হাড়িয়াদিয়া গ্রামে চলে যান। কিন্তু শিশুটি দুধের জন্য কান্নাকাটি শুরু করে। কান্না থামাতে না পেরে বাচ্চাটিকে গলাটিপে হত্যা করেন বাবা ইমামুল। এরপর রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে ইমামুল আত্মহত্যা করেছেন। ইমামুলের ঘরে তার শিশু সন্তান আয়মানকেও মৃত অবস্থায় পেয়েছি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের সঙ্গে যশোরের নতুন ডিসির মতবিনিময় সভা
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরের সাবেক এমপি আফিলসহ ১১ জনের নামে মামলা
দুই দশক পর সন্ত্রাসী ‘ফিঙে’ লিটনের আত্মসমর্পণ