• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

রাজশাহীতে গুলিবিদ্ধ শিবির নেতার মৃত্যু

আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১২:৪৮
ছবি : সংগৃহীত

রাজশাহীতে গুলিবিদ্ধ শিবির নেতা আলী রায়হান (২৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আলী রায়হান রাজশাহী কলেজের অ্যাকাউন্টিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাস করেন। তিনি রাজশাহী কলেজ শিবিরের সভাপতি ছিলেন ও মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহম্মদ গণমাধ্যমকে বলেন, ৫ আগস্ট দুপুরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে মারধরের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
এসি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিস্ত্রির 
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৫
স্বামী-শাশুড়ির আগুনে দেড় মাস পর গৃহবধূর মৃত্যু