• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ২ 

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১২:২৫
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগের এক নেতা ও কর্মী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) তাদের আটক করে বিজিবি।

আটকরা হলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন ওরফে খোড়া টুটুল এবং খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সমর্থক আমজাদ হোসেন।

বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক গণমাধ্যমকে জানান, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এ তথ্যের ভিত্তিতে সীমান্তে বিশেষ নজর রাখা হয়।

তিনি আরও জানান, সকাল ১০টার দিকে নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এছাড়া দুপুরে ভারতে যাওয়ার সময় আমজাদ হোসেনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ির সামনে ‘গান বাজানোয়’ প্রতিবন্ধী তরুণীকে পিটিয়ে হত্যা
নিশানা করে গুলি চালানো সেই এপিবিএন সদস্য আটক
কুমিল্লায় আন্দোলনে গুলি করা আ.লীগ নেতা অস্ত্রসহ আটক
আড়াই কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২