• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ১৭:০০
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টায় রংপুরের পীরগঞ্জের জাফর পাড়ার বামনপুরে নিজ বাড়িতে শায়িত আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান।

এ ছাড়া নিহতের পরিবারকে একলাখ টাকা নগদ ও তার পরিবারের পাশে সারাজীবন থাকার ঘোষণা দেন তিনি। এ ছাড়া কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত সবার বিচারের আওতায় আনা হবে বলেও জানান জামায়াতের আমির।

এর আগে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদরাসার মাঠে হেলিকপ্টার থেকে নেমে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্য, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে আবু সাঈদ। নয় ভাই বোনের মধ্যে আবু সাঈদ ছিল সবচেয়ে ছোট। ভাই-বোনদের মধ্যে আবু সাঈদ ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ে পা রাখেনি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে সরানো হলো
আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয়: তাজুল ইসলাম
সাত কলেজের তিনটির সাবেক অধ্যক্ষকে ওএসডি
এবার মাশরাফীর বিরুদ্ধে মামলা