• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

যশোরে এমপি শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত ৮

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ২০:৫৪
যশোরে এমপি শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত ৮
ছবি : সংগৃহীত

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল ও তার কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এতে অন্তত ৮জন নিহত হয়েছেন।

সোমবার (৫ আগস্ট) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ।

তিনি বলেন, আটজনই আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া দগ্ধ ৮৪ জনকে ভর্তি নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতরা হলেন- চয়ন (২০) ও সেজান হোসেন (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে সোমবার বিকেলে যশোর শহরের চিত্রা মোড়, চৌরাস্তা মোড়, দড়াটানা মোড়ে জড়ো হয়ে হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করছিলেন।

সে সময় একটি দল জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

অন্যদিকে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়াও যশোরের শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান আ. রহিম সর্দার ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেনের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

যশোর কোতোয়ালী থানার ওসি আ. রাজ্জাক বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে। শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরের সাবেক এমপি আফিলসহ ১১ জনের নামে মামলা
দুই দশক পর সন্ত্রাসী ‘ফিঙে’ লিটনের আত্মসমর্পণ
যশোর-বেনাপোল সড়কে বাস-ট্রাক সংঘর্ষ, হেলপার নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত