• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

কুড়িগ্রামে আনন্দ মিছিল ও শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৯:৩৬
কুড়িগ্রামে আনন্দ মিছিল ও শোভাযাত্রা
ছবি : আরটিভি

সেনাপ্রধানের বক্তব্যের পর সারাদেশের মতো কুড়িগ্রামেও আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী। এ সময় তাদের শিক্ষার্থীদের অভিভাবকসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণ রাজপথে নেমে আসেন।

সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার পর শহরের কলেজ মোড় এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে পৌরবাজার ঘুরে শাপলা চত্বর হয়ে শহর প্রদক্ষিণ করে এবং শাপলা চত্বরে জমায়েত হয়।

এ ছাড়াও খণ্ড খণ্ড মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করতে দেখা যায় আনন্দ উল্লাস করা সাধারণ শ্রেণি পেশার মানুষকে।

আনন্দ শোভাযাত্রা করার সময় আন্দোলনকারীরা আনন্দ উল্লাসের পাশাপাশি জাতীয় সঙ্গীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

এ দিকে সেনাবাহিনীর সদস্যগণ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে এবং মোড়ে মোড়ে টহল জোরদার করেছে। এ সময় আনন্দ উৎসবে মেতে ওঠা শিক্ষার্থী এবং অন্যান্যরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে মমতার সঙ্গে বৈঠক করলেন আন্দোলনকারীরা
গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান
আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয়: তাজুল ইসলাম
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ