• ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১
logo

এক দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১৩:২৫
এক দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ
ছবি : আরটিভি

এক দফা দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের একদফা দাবিতে নানান স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে দেখা যায় তাদের। অনেকের গায়ে ও মাথায় ছিলো জাতীয় পতাকা।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাজার হাজার আন্দোলনরত শিক্ষার্থীরা রুয়েটের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় বিক্ষোভ মিছিলটিকে নগরীর তালাইমারি ভদ্রা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।

এর আগে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রুয়েট ও তালাইমাড়ি এলাকায় জড়ো হন।

অসহযোগ আন্দোলনের ফলে রাজশাহীতে সব ধরনের দোকানপাট, মার্কেট ও বিপণীবিতানগুলো বন্ধ থাকতে দেখা যায়। সকাল থেকে রাস্তাঘাটেও যান চলাচল কম দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল বেশ চোখে পড়ার মতো।

এ দিকে ছেড়ে যেতে দেখা যায়নি কোনো ধরনের দূরপাল্লার গণপরিবহন। এ ছাড়া বন্ধ রয়েছে স্বল্প ও দূরপাল্লার ট্রেন চলাচল।

অন্যদিক অসহযোগ আন্দোলনের মধ্যেও খোলা রয়েছে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান। সেগুলোতেও সেবা প্রত্যাশীদের অন্যান্য দিনের তুলনায় সেবা নিতে কিছুটা কম দেখা গেছে।

উল্লেখ্য, অসহযোগ আন্দোলনের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে। এতে করে পুরো রাজশাহীজুড়ে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে।

সব ধরনের নাশকতা সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ২ অধ্যাপকের অব্যাহতির দাবি, শিক্ষার্থীদের মার্চ কর্মসূচি 
তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি
হবিগঞ্জে শিক্ষার্থীদের মিছিলে গুলি, আরও এক মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু বুধবার থেকে