• ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১
logo

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেল আরও ৭ এইচএসসি পরীক্ষার্থী

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১০:১৯
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেল আরও ৭ এইচএসসি পরীক্ষার্থী
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মামলায় গ্রেপ্তার ৭ এইচএসসি পরীক্ষার্থী গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা।

তিনি বলেন, শনিবার সকালে তিনজন এবং বিকেলে আরও তিনজন পরীক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীরা নরসিংদী কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন। তাদের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শনিবার মুক্তি দেওয়া হয়েছে। কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত এসব শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, এই কারাগারে ৯ জন পরীক্ষার্থী রয়েছেন। জামিনের কাগজপত্র পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি দেওয়া হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকো কর্মচারীদের মানববন্ধন
বাঁধনের ২১ প্রশ্ন, পদত্যাগ চাইলেন নেতাদের
বিপাকে পড়েছেন ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীরা
ফের ৪ দিনের রিমান্ডে ইনু