• ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১
logo

দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ০৯:৪৩
সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সামিউল ইসলাম সামু মারা গেছেন।

শুক্রবার (২ আগস্ট) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, গত বুধবার বিকেলে সামিউল ইসলাম ও তার দুই বন্ধু লালমনিরহাট থেকে মোটরসাইকেল যোগে রাতে নিজ উপজেলা সুন্দরগঞ্জ ফিরছিলেন। পথে কাউনিয়া তিস্তা ব্রিজ এলাকায় এলে একটি সিএনজির সঙ্গে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অন্তত ৪ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সামিউল ইসলামের অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা যান তিনি। নিহত সামিউল ইসলাম সামু সুন্দরগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তার বাড়ি সুন্দরগঞ্জ পৌরসভার বাইবাস এলাকার। তিনি ওই এলাকার রেজাউল করিম লাল মিয়ার ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সামিউল ইসলাম সামু আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বন্যার্তদের না দিয়ে ত্রাণের চাল রেখে দিলেন চেয়ারম্যান, অতঃপর...
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১ 
মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫