• ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১
logo

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ০৫:০১
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় জামাল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, মোটরসাইকেলে করে নিজ বাড়ি গোপালপুর থেকে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন জামাল। পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাল শেখ নিহত হয়।

পরে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১ 
মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাই নিহত